কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৮২টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি

যুগান্তর প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ১৬:২৮

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বর্তমানে বিশ্বের ২১০টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে। এর মধ্যে ৮২টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। ২০২২-২৩ অর্থবছরের হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট ১৫,২৩৯.৫৫ মিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। রোববার জাতীয় সংসদে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। 



মো. আবুল কালামের আরেক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সার্কভুক্ত দেশের মধ্যে নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপ বাদে আফগানিস্তান, ভুটান ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। আফগানিস্তানের সঙ্গে ১.৪৯ মিলিয়ন ডলার, ভুটানের সঙ্গে ১৪.৪৯ মিলিয়ন ডলার, ভারতের সঙ্গে ৭১৬০.৮১ মিলিয়ন ডলার, পাকিস্তানের সঙ্গে ৬১৪.৭৩ মিলিয়ন ডলার ঘাটতি রয়েছে। অপরদিকে নেপালের সঙ্গে ৪১.৫৪ মিলিয়ন ডলার, শ্রীলংকার সঙ্গে ৯.০৭ মার্কিন ডলার এবং মালদ্বীপের সঙ্গে ০.১৪ মিলিয়ন ডলার উদ্ধৃত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও