অপরাজেয় নারীদের বিজয়গাথা

www.ajkerpatrika.com অজয় দাশগুপ্ত প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ১৫:৪৭

আমাদের দেশে, আমাদের সমাজে মাঝে মাঝে এমন সব নারী জন্ম নেন, যাঁরা দেশ সমাজ কালের গণ্ডি পেরিয়ে বড় হয়ে ওঠেন। সেই কবে এ দেশে বেগম রোকেয়ার জন্ম হয়েছিল। ভাবা যায়, সে সময় অবরোধবাসিনী এমন সব কথা লিখেছেন, যা এখনো পুরুষেরা নিতে পারে না? ১৮৮০ সালে জন্মেছিলেন তিনি। পিতার ভয়ে চৌহদ্দি পার হতেন না, ষোলো বছরে উর্দুভাষী সাখাওয়াৎ হোসেনের সঙ্গে নিকাহ, অথচ মাথায় ঢুকে ছিল স্বামী বিবেকানন্দের বাণী। কী সেই বাণী? ‘পাখি কখনো এক ডানায় উড়িতে পারে না।’



একটি ডানার নাম পুরুষ, তো আরেকটি নারী। কী দুঃসাহস! বললেন কিনা, জাগো মা তুমি দাসী নও, জাগো বোন তুমি কোনো জড়োয়া গহনার বাক্স নও। নও সাজানো অলংকার। সে যুগের মুসলিম নারীদের স্যালুট জানাই। রংপুরের পায়রাবন্দের মেয়ের ‘সুলতানা’স ড্রিম’ হয়ে গেল ইউরোপস্বীকৃত ক্ল্যাসিক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও