সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা বাবরের

যুগান্তর প্রকাশিত: ২৩ জুন ২০২৪, ১৯:৪১

বাবর আজমের বিরুদ্ধে পরোক্ষভাবে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করেছিলেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক মুবাশের লোকমান। সে অভিযোগে ক্ষিপ্ত হয়ে নিজের আইনজীবীদের পরামর্শে মানহানির মামলা করেছেন সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি পাকিস্তানি রুপি দাবী করেছেন তিনি। খবর সামা টিভির।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে বাবর আজমের বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ করেন লোকমান। বাবরের ভাই তাকে অডি ই-ট্রন গাড়ি উপহার দিয়েছেন উল্লেখ করে সে গাড়ি কেনার অর্থের জোগান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এছাড়া নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় বাবরের এপার্টমেন্ট রয়েছে জানিয়ে সেগুলোর অর্থায়নও সন্দেহজনক বলে মন্তব্য করেছিলেন এই সাংবাদিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও