হাইড্রোজেনের পরিবেশবান্ধব ব্যবহারের জন্য কি বিশ্ব প্রস্তুত?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ জুন ২০২৪, ১৮:২২
ভবিষ্যতে শক্তির জন্য ‘গেইম-চেঞ্জার’ হিসেবে দেখা হচ্ছে ‘গ্রিন’ বা পরিবেশবান্ধব হাইড্রোজেনকে।
উপাদানটি বেশ কিছু ক্ষেত্রে ব্যবহারের সম্ভাবনা দেখাচ্ছে। যেমন– শক্তি সঞ্চয়ের জন্য ‘ব্যাটারি’ হিসাবে কাজ করা ও রাসায়নিক শিল্পে এর সম্ভাব্য ব্যবহার। আর এর থেকে শুধু জলীয় বাষ্পই নির্গত হয়ে থাকে।
তবে, এত সম্ভাবনা থাকার পরও গ্রিন হাইড্রোজেনের বিস্তৃত ব্যবহার এখনও শুরু হয়নি। কারণ, এর তুলনায় প্রাকৃতিক গ্যাস থেকে ‘গ্রে হাইড্রোজেন’ উৎপাদন করা আরও সাশ্রয়ী।