যেখানে ব্যতিক্রম ও অনন্য সিরাজুল ইসলাম চৌধুরী
সিরাজুল ইসলাম চৌধুরী সাহিত্যের ছাত্র, কিন্তু সরাসরি সাহিত্য রচনার সংখ্যা বেশি নেই। এমনকি সাহিত্য বিষয়ে তাঁর রচনাও গতানুগতিক সমালোচনা অতিক্রম করে গদ্য সাহিত্যে বা প্রবন্ধ সাহিত্যে রূপ নিয়েছে।
কবিতার তুলনায় গদ্য রচনার ভুবন অপেক্ষাকৃত বিশাল ও দিগন্তবিস্তারী, ফলে গদ্য রচনার অর্থই যেমন সাহিত্য নয়, তেমনি সব গদ্য রচনাই সাহিত্য পদবাচ্য নয়, সে বিষয়ে নিশ্চিত। যেসব গদ্য রচনা সাহিত্য, সেখানেও কবিতার অনুরূপ মানের অনুরূপ নয়।