রাসেলস ভাইপার-আতঙ্ক: চন্দ্রবোড়ার সত্য–মিথ্যা
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জুন ২০২৪, ১১:৪৮
সাপের ছবি আর তার ভয়ংকর রকম ব্যাখ্যা এখন ফেসবুকের পাতায় পাতায় ছড়িয়ে পড়ছে। একজন লিখেছেন, সাপের ভয়ে ফেসবুক খুলতে পারছেন না। একজন জ্যেষ্ঠ সাংবাদিক লিখেছেন, ‘অনেক হয়েছে, এবার সাপের পোস্ট দেওয়া বন্ধ করুন, আর নিতে পারছি না।’
ভয় দেখাতে, ভিড় সরাতে আবার মজমা জমাতে সাপের জুড়ি নেই। স্বৈরশাসক আইয়ুব-মোনায়েমের পোষা গুন্ডা ছাত্রনেতা পাঁচ পাত্তু (পাস পার্ট টু) একটা সাপ নিয়ে চলতেন। তখনকার ছাত্রছাত্রীরা তাঁকে দেখলেই পথ ছেড়ে দিতেন সমীহ করে নয়, সাপের ভয়ে। এখন ‘লবঙ্গ’ সাইজের পিস্তল পাওয়া যায়। তাই সাপের আর দরকার হয় না। তবে প্রতিপক্ষের মিছিলে, জনসভায় সাপের প্রয়োজন এখনো একেবারে ফুরিয়ে যায়নি। খোলা সাপে যেমন ভয়, বাঁধা সাপে আবার তেমন আকর্ষণ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আতঙ্ক
- আতঙ্কিত
- আতঙ্কিত মানুষ