You have reached your daily news limit

Please log in to continue


‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দেখলেন ২০ টিভি উপস্থাপক

এবারের ঈদে মুক্তি পেয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত নতুন সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’। ১৩টি হলে মুক্তি পেয়েছে এটি। সিনেমাটি মুক্তির পর থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছে। অ্যাকশন ঘরানার সিনেমাটিতে সামাজিক নানান অসংতি তুলে ধরা হয়েছে। বিশেষ করে নারীদের ব্লাকমেইল ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা তৈরি করা হয়েছে। ধীরে ধীরে বাড়ছে দর্শক সংখ্যাও।


এদিকে শুক্রবার ঈদের পঞ্চম দিনে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমাটি দেখলেন ২০ জন টেলিভিশন সংবাদ উপস্থাপক। তারা হলেন টিবিএনটোয়েন্টিফোরের সোমাইয়া হোসাইন, বাংলা ভিশনের নাদিরা আশরাফ, মাইটিভি’র শারাফাত আহমেদ পিয়াল, এনটিভির রাইসুল হক চৌধুরী, টিবিএনটোয়েন্টিফোরের সৈয়দ ইশতিয়াক আহমেদ, নিউজটোয়েন্টিফোরের মাহমুদা মনি, দেশটিভির শারমিন ন্যান্সি, এটিএন বাংলার রাত্রী ইসলাম, বৈশাখী টিভির লাবণ্য হাসান, ডিবিসির রন্জু ইফতেখার, এটিএন নিউজের মাহমুদ ও মাহাথির, নিউজটোয়েন্টিফোরের আয়েশা মিম, দেশ টিভির আয়েশা বুবলী, বিজয় টিভির সিরাজুম মনিরা বিলাসী, মোহনা টিভির ত্রিশা আকতারসহ আরও অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন