ধীরে নামছে বন্যার পানি বাড়ছে দুর্ভোগ

যুগান্তর প্রকাশিত: ২২ জুন ২০২৪, ১১:৩৯

ভারি বৃষ্টিপাত না হওয়ায় এবং উজানের পাহাড়ি ঢল কমে আসায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ধীরগতিতে পানি নামতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্রগুলো থেকে কিছু কিছু মানুষ বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। আবার হাওড়াঞ্চলে পানি বাড়তে থাকায় নতুন করে মানুষ আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন। তবে আশ্রয়কেন্দ্র ও বাড়িতে ত্রাণের সংকট দেখা দিয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির জন্য দুর্ভোগের সীমা নেই। কোথাও ত্রাণবাহী নৌকা দেখলে হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ। সরকারিভাবে শুকনো ও রান্না করা খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানান বন্যার্তরা। এদিকে শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে নৌকা ডুবে রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিল্টনসহ দুজন মারা গেছেন। সিলেট নগরীতে গোসল করতে নেমে পানিতে ডুবে অভি নামে এক স্কুলছাত্র মারা গেছে।


নেত্রকোনার কলমাকান্দায় গোসল করতে গিয়ে ডুবে রিফাত নামে এক শিশু মারা গেছে। অন্যদিকে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও