প্রাণের ঝুঁকি নিয়ে বহুতল থেকে ঝুলছে কিশোরী, স্টান্টের বহর দেখে রেগে আগুন নেটপাড়া

eisamay.com প্রকাশিত: ২১ জুন ২০২৪, ১৭:৩৭

রোজ কত রকমের স্টান্ট রাস্তাঘাটে দেখতে পাই আমরা। কেউ বাইকের এক চাকা শূন্যে তুলেই কেরামতি দেখান রাস্তার মধ্যে। আবার কেউ সাইকেল দিয়েই নানা রকম খেলা দেখান। অনেকে আবার চার চাকা দিয়েও স্টান্ট দেখিয়ে থাকেন। এমন সব স্টান্টের ভিডিয়ো লক্ষ লক্ষ ভিউসও কুড়িয়ে নেয় ইন্টারনেটে। এবার এমনই এক স্টান্টের ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেখানে যদিও কোনও সাইকেল, বাইক নেই। একটি বহুতল থেকে ঝুলে পড়েই স্টান্ট দেখাচ্ছে এক কিশোরী। দেখাচ্ছে গায়ের জোর।


তবে কিশোরীর এমন কীর্তিতে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে