You have reached your daily news limit

Please log in to continue


অজিদের ‘জন্টি রোডস’: শরীরকে শূন্যে ভাসিয়ে অবিশ্বাস্য ক্যাচ

ক্রিকেটে ব্যাটিং-বোলিংয়ের বাইরে ফিল্ডিং দিয়েও যে কিংবদন্তিদের কাতারে যাওয়া যায় তা তো দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসই দেখিয়ে গেছেন। ফিল্ডিংটাকে তিনি নিয়ে গেছেন শিল্পের কাতারে। যা বেশ ভালোভাবে অনুসরণ করে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দল। দল গঠন থেকে শুরু করে একাদশ নির্বাচনেও প্রাধান্য পায় ভালো ফিল্ডাররা। এবার এই ফিল্ডিং দিয়েই আলোচনায় এসেছেন অজি ক্রিকেটার মার্নাস লাবুশেন। অথচ, বিশ্বকাপে খেলছেন না তিনি।

আলোচনায় আসতে যে সবসময় কেবল বড় মঞ্চের দরকার হয় না। নিজের মঞ্চটাতেই সেরাটা ঢেলে দিয়ে বড় মঞ্চে পরিণত করতে হয় তাই যেন দেখালেন লাবুশেন। তার ফিল্ডিংয়ে কারণেই এখন আলোচনায় ইংল্যান্ডের টি২০ লিগ ভাইটালিটি ব্লাস্ট। যেখানে গ্ল্যামরগানের হয়ে খেলছেন লাবুশেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন