দেশ ভালো আছে বলে দাবি দুই মন্ত্রীর, সাবেক প্রতিমন্ত্রী বললেন বছরে পাচার হয় ৭-৮ বিলিয়ন ডলার
প্রথম আলো
প্রকাশিত: ২০ জুন ২০২৪, ২০:০২
ঈদে যে হারে পশু কোরবানি হয়েছে, সেটাকে দেশ ভালো থাকার একটি সূচক বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, দেশ ভালো আছে। বিশ্বব্যাংকও এ কথা বলেছে। শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামও বলেছেন, মানুষের পকেটে টাকা না থাকলে লাখ টাকা দিয়ে কেউ কোরবানি দিতেন না।
আজ বৃহস্পতিবার ঢাকার ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি: প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি’ শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- অর্থ পাচার
- পাচার
- বিলিয়ন