উদয়ে তার ভোরের সুষমা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২৪, ১২:৫৪

কর্ণফুলীর তীরে কাপ্তাই জাতীয় উদ্যানে সূর্যোদয় দেখতে ভোরের অপেক্ষা পূর্ণ হল এই পৃথিবীর অন্যতম প্রাচীন এক ফুলের উদয় দেখে।


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যার নাম দিয়েছিলেন- উদয়পদ্ম। বাংলায় আরেক নাম হিমচাঁপা। ইংরেজিতে ম্যাগনোলিয়া; Magnolia grandiflora এর বৈজ্ঞানিক নাম ।


খানিকটা দেরিতে ওঠায় সূর্যোদয় দেখার সুযোগ মেলেনি। রাতের বৃষ্টির পর সকাল ছিল অনেকটা মেঘে ঢাকা।


কাপ্তাই জাতীয় উদ্যানের বনফুল রেস্টহাউজের দোতলার বারান্দায় দাঁড়ালে দেখা যায়, খরস্রোতা কর্ণফুলী চলে গেছে বনের কোল ঘেষে। নানা রকম পাখির ডাক আর প্রজাপতির ওড়াওড়ি দেখতে দেখতে সকাল হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও