![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/06/19/2b19b97dbed6916acc38dbda2e5dc129-6672652e18377.jpg)
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধস, ৯ জনের মৃত্যু
কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৯ জন মারা গেছেন। প্রবল বর্ষণে উখিয়ার ৪টি রোহিঙ্গা আশ্রয় শিবিরে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৮ জন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাসিন্দা মারা গেছেন। নিহতদের মধ্যে ৩টি শিশু ও ৩ জন নারী রয়েছেন।
আজ বুধবার ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসু দ্দৌজা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পাহাড় ধসে মৃত্যু