কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢলে ডুবছে সুনামগঞ্জ, যোগাযোগ ও বিদ্যুৎবিচ্ছিন্ন

বিডি নিউজ ২৪ সুনামগঞ্জ প্রকাশিত: ১৮ জুন ২০২৪, ২২:১০

মেঘালয় থেকে আসা ভারী বর্ষণের ঢলে সুনামগঞ্জ জেলা শহরের অর্ধেক ডুবে গেছে। সীমান্ত উপজেলা ছাতকের প্রায় ৭০ ভাগ এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাশের উপজেলা দোয়ারাবাজারেরও গ্রাম-সড়কে পানি থইথই করছে।


এ অবস্থায় গত দুদিন ধরে জেলায় পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকার গ্রাহকরা বিদ্যুৎহীন অবস্থায় আছেন।


পাহাড়ি ঢল ও বর্ষণে ছাতক-সিলেট সড়ক ডুবে যাওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে।


এ ছাড়া জামালগঞ্জ-সুনামগঞ্জ, তাহিরপুর-বিশ্বম্ভবরপুর, জানিগাঁও-জয়নগর, সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।


সুনামগঞ্জ ও ছাতক শহরের বিভিন্ন সড়কে এখন নৌকা চলছে। বন্যার্ত মানুষজন স্থানীয়ভাবে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও