You have reached your daily news limit

Please log in to continue


বেশি প্রবাসী আয় আসে যে দেশ থেকে, সে দেশেই কর্মী কমছে

সৌদি আরবের পর বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে। কিন্তু আমিরাতে প্রবাসী কর্মী পাঠাতে বারবার হোঁচট খেতে হয়েছে গত এক যুগে।

মাঝখানে টানা কয়েক বছর আমিরাতে নতুন কর্মী পাঠানো কার্যত বন্ধ ছিল। ২০২১ সাল থেকে এটি আবার বাড়তে শুরু করে। তবে এখন কর্মী পাঠানোর সংখ্যা কমছে। ফলে দেশটি থেকে পাঠানো প্রবাসী আয় কমে যেতে পারে।

বাংলাদেশ থেকে একটি চক্রের প্রতারণা করে কর্মীদের আমিরাতে পাঠানোসহ বিভিন্ন কারণে দেশটির নিয়োগকর্তাদের বাংলাদেশি কর্মী নিতে অনীহা তৈরি হয়েছে।

প্রবাসী আয়ের বিচারে আমিরাত শ্রমবাজার খুবই গুরুত্বপূর্ণ। চলতি অর্থবছরে (২০২৩-২৪) এপ্রিল পর্যন্ত আমিরাত থেকেই সর্বোচ্চ ৩৬৫ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ২৩৪ কোটি ডলার প্রবাসী আয়। আর শীর্ষ শ্রমবাজার সৌদি আরব থেকে এসেছে ২১৬ কোটি ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন