কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সবচেয়ে পরিচিত কোন ডাইনোসর

প্রথম আলো প্রকাশিত: ১৮ জুন ২০২৪, ১৩:৪৫

এখনকার শিশুদের কাছে ডাইনোসর বেশ প্রিয়। সিনেমার কারণেও অনেক প্রাপ্তবয়স্ক মানুষেরও ডাইনোসর নিয়ে জানার আগ্রহ আছে। প্রাগৈতিহাসিক প্রাণী ডাইনোসরের নানা আকার ও কঠিন নাম দেখা যায়। বলা হয়, এখন সবচেয়ে পরিচিত ডাইনোসরের নাম টি রেক্স।


টি রেক্সের পুরো নাম টাইর‍্যানোসরাস রেক্স। ধারণা করা হয়, টি রেক্স বড় মাংসাশী ডাইনোসরদের মধ্যে অন্যতম। এক শতাব্দীর বেশি আগে টি রেক্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়। ‘জুরাসিক পার্ক’ ও বিভিন্ন সিনেমায় টি রেক্স চরিত্রের কারণে টি রেক্স বিশ্বের সবচেয়ে পরিচিত ডাইনোসর এখন। ১৯৯৩ সালের জুরাসিক পার্ক সিনেমায় ইনজেন ল্যাবের বিজ্ঞানীরা সাতটি টি রেক্স ক্লোন করেন। সেই ক্লোন করা টি রেক্সদের রাখা হয় ইসলা নুবলার নামের দ্বীপের জুরাসিক পার্কে। সেখান থেকেই শুরু হয় বিখ্যাত জুরাসিক পার্ক সিনেমার গল্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও