কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গরমে গাড়ির ক্ষতি এড়াতে যা করবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জুন ২০২৪, ১৩:৩৮

গরমের দাবদাহে নিজেকেও যেমন সুস্থ রাখাটা খুব দরকার, তেমনি আপনার পাশাপাশি আপনার গাড়ির যত্ন নেওয়াটাও খুবই জরুরি। গরমে গাড়ি চালানোর সময় যেমন সতর্ক হওয়া দরকার, তেমনই গাড়ি যখন পার্কিং করা থাকছে তখনও সতর্ক হওয়া দরকার। এতে গাড়ি চালাতেও সমস্যা হবে না আর নিজেও সুরক্ষিত থাকতে পারবেন।


জেনে নিন কী করবেন-


>> সবার আগে জরুরি হলো কোনো ছায়ার মধ্যে গাড়িটিকে পার্কিং করা। যেখানে শেড আছে সেখানেই গাড়ি পার্কিং করা দরকার। সরাসরি সূর্যালোকের নিচে গাড়ি না রাখাই উচিত।


>> নিজের বাড়িতে রাখলেও, আবার বাড়ির বাইরে কোথাও গেলেও গাড়িকে যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে রাখা উচিত। পাশাপাশি বাড়িতে নিজের গাড়ির জন্য একটি কভার ব্যবহার করুন।


>> গাড়ির কনট্রোল এবং গাড়ির ভেতরের যন্ত্রপাতিও গরম হয়ে যায়। আর এর জন্য সবার আগে প্রভাব পড়ে গাড়ির এসির উপরে। এসির তাপমাত্রা হঠাৎ কমিয়ে দেওয়ার মাধ্যমেই কিন্তু গাড়ির ভেতরের তাপমাত্রা সহজে কমবে এমন না। এর জন্য সবার আগে জানালা খুলে দেওয়া দরকার, আর তাতেই ভিতরের গরম হাওয়া বাইরে বেরিয়ে যেতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও