ঢাকায় একবেলা কোরবানির মাংসের বাজার

ডেইলি স্টার ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৭ জুন ২০২৪, ২২:৩০

ঈদুল আজহার দিন দুপুরের পর রাজধানীর বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে মাংসের অস্থায়ী দোকান বসে। কাজের বিনিময়ে পাওয়া মাংস ও বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা মাংস বিক্রি হয় এখানে। সামর্থ্যে না কুলানোয় পশু কোরবানি দেওয়া হয়নি স্বল্প আয়ের এমন লোকজনই এসব বাজারের মূল ক্রেতা।


রাজধানীতে প্রতি বছর এসব মাংসের বাজারের আকার বড় হচ্ছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কোরবানির মাংসের সবচেয়ে বড় বাজারটি বসে মিরপুরে শাহ আলীর মাজার ঘিরে। সংগ্রহ করা মাংস মানভেদে বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে।


এর পাশাপাশি বছরের অন্যান্য সময়ের মতো হাট থেকে গরু কিনে এনেও এদিন অনেক কসাই ব্যবসা করেন। মাংস ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার গাবতলী হাটে শেষ মুহূর্তে তুলনামূলক কম দামে গরু সংগ্রহ করতে পেরেছেন তারা। তবে এসব দোকানে মাংসের দাম তুলনামূলকভাবে বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও