You have reached your daily news limit

Please log in to continue


ডেটা সেন্টারের তাপ নিয়ে পুরো শহরকে গরম করবে গুগল

পৃথিবীর নানা প্রান্তে গুগলের ডেটা সেন্টার রয়েছে। এসব ডেটা সেন্টার থেকে প্রচুর পরিমাণে তাপ নির্গত হয়। এই তাপ পুনরায় ব্যবহার করার নতুন একটি পরিকল্পনা করেছে গুগল। নিজেদের ডেটা সেন্টারের তাপ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কর্মসূচিতে ব্যবহার করার পরিকল্পনা করেছে গুগল। এআই প্রযুক্তির বিকাশে অনেক শক্তির প্রয়োজন হচ্ছে। সেই শক্তি ডেটা সেন্টারের তাপ থেকে সংগ্রহ করতে চায় গুগল। এ জন্য ফিনল্যান্ডে একটি নতুন প্রকল্প শুরু করেছে গুগল। ফিনল্যান্ডে ডেটা সেন্টার সম্প্রসারণের জন্য প্রায় ১১০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে তারা। ডেটা সেন্টারের তাপ দিয়ে আশপাশের বাড়ি, স্কুল ও সরকারি ভবন উষ্ণ রাখার কাজও করবে গুগল।

গত কয়েক বছরে বিভিন্ন ডেটা সেন্টারের ব্যবহার বেড়েছে অনেকভাবে। হালের চমক এআইয়ের কারণে ডেটা সেন্টারে কাজের পরিমাণ বেড়েছে। আর কাজ বাড়া মানেই তাপশক্তি বেশি নিঃসরণ হওয়া। ডেটা সেন্টারের বিভিন্ন সার্ভার থেকে উৎপন্ন তাপ পুনর্ব্যবহার করে পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব তৈরির কাজ শুরু করেছে গুগল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন