হজের দিন মক্কা থেকে ৪ কোটি ২২ লাখ কল

বিডি নিউজ ২৪ সৌদি আরব প্রকাশিত: ১৭ জুন ২০২৪, ২০:০০

হজের আনুষ্ঠানিকতার দিন মক্কা নগরী থেকে মোবাইল ফোনে ৪ কোটি ২২ লাখ কল করা হয়েছে। এর মধ্যে ৩ কোটি ৬৩ লাখ কল ছিল লোকাল, অর্থাৎ সৌদি আরবের ভেতরে। বাকি ৫৯ লাখ কল গেছে দেশের বাইরে।


সৌদি আরবের কমিউনিকেশনস, স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশনকে উদ্ধৃত করে সৌদি গেজেট এই তথ্য প্রকাশ করে জানিয়েছে, এসব কলের ৯৯ শতাংশই ছিল সফল।


পরিসংখ্যানে দেখা যায়, এদিন ডেটার ব্যবহার ৫ দশমিক ৬১ হাজার টেরাবাইটে পৌঁছে, যা ১ হাজার ৮০ পিক্সেল ফুল এইচডিতে ২৩ লাখ ঘণ্টা ভিডিও দেখার সমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও