You have reached your daily news limit

Please log in to continue


এক শ্রেণিতে ২৩ জোড়া যমজ

সচরাচর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কতজন যমজ ভাই-বোনকে পড়াশোনা করতে পারে। সারা বিশ্বের কথা চিন্তা করলে এই সংখ্যা খুব বেশি নয়। কিন্তু কোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক শ্রেণিতে যদি ২৩ জোড়া যমজ পড়াশোনা করে, তাহলে সেটা অবাক হওয়ার মতো ঘটনা বটে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমনটি দেখা গেছে। প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশই যমজ।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নিধাম এলাকার পোলার্ড মিডল স্কুলে গত বুধবার অষ্টম শ্রেণির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে দেখা যায় এসব যমজকে। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ টামাথা বিবো বলেন, ২৩ জোড়া বা ৪৬ যমজের পাশাপাশি আরেক যমজের একজন আছে এই বিদ্যালয়ে। ওই ছাত্রীর যমজ ভাই পড়ে অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন