![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024June/howto-android-adaptive-brightness-pixabay-061424-1718460708.jpg)
অ্যাডাপটিভ ব্রাইটনেস কাজ করছে না? দেখে নিন ঠিক করার নিয়ম
কেবল ফোনে কথা বলা নয়, নানা কাজেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যবহার রয়েছে। আর কাজের সুবাদে অনেকেরই গোটা দিনজুড়ে ব্যবহার করতে হয় এ ডিভাইস। তাদের জন্য ফোনের ‘অ্যাডাপটিভ ব্রাইটনেস’ দরকারি একটি ফিচার।
অ্যাডাপটিভ ব্রাইটনেস ফিচারটি অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনের উজ্জ্বলতা আশপাশের পরিবেশের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে। কেউ যখন দিনের বেলা রোদের মধ্যে বাইরে থাকেন, এ ফিচারের মাধ্যমে স্ক্রিনের উজ্জ্বলতা বেড়ে যায়। আবার কম আলো বা ছায়া রয়েছে এমন জায়গায় এলেই এর মাধ্যমে স্ক্রিনের উজ্জ্বলতার তীব্রতা কমে যায়।
সাধারণত, ব্যবহারকারীর চোখের ওপর চাপ কমাতে এবং ব্যাটারির আয়ু বাঁচাতে ফোনটি স্ক্রিনের আলোর এ পরিবর্তন করে। তবে, এ ফিচারটি সবসময় সঠিকভাবে কাজ করে না। ফলে, অ্যাডাপটিভ ব্রাইটনেস চালু করা থাকলেও স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা এলোমেলোভাবে বাড়তে বা কমে যেতে পারে।