এবারও চামড়ার নির্ধারিত দাম না পাওয়ার আশঙ্কা
ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামে এবার সাড়ে তিন লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। চট্টগ্রামে ট্যানারি কম। ব্যবসায়ীদের চামড়া সংগ্রহ করতে হয় ঢাকার কথা মাথায় রেখে। তাদের অভিযোগ, ঢাকার ব্যবসায়ীরা প্রান্তিক ব্যবসায়ীদের সংগ্রহ করা চামড়ার দাম দিতে চান না। বিগত দুই বছরের মতো এবারও সরকার নির্ধারিত দাম না পাওয়ার আশঙ্কা তাদের।
চট্টগ্রামে সাড়ে তিন লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য
এবার কোরবানিতে প্রায় সাড়ে তিন লাখ কাঁচা চামড়া সংগ্রহের পরিকল্পনা করেছেন ব্যবসায়ীরা। বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মুসলিম উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘গত বছর তিন লাখ ৪২ হাজার গরু ও মহিষের চামড়া সংগ্রহ করা হয়েছিল। চট্টগ্রামে সাড়ে তিন লাখ কাঁচা চামড়া সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে। এবার লবণের দাম গত বছরের তুলনায় কিছুটা কম। তবে গত ঘূর্ণিঝড়ের পর থেকে গত ১৫ দিনে লবণের দাম প্রতি বস্তায় (৭৪ কেজি) একশ টাকার মতো বেড়েছে।’
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- চামড়া
- আশঙ্কা
- নির্ধারণ