আনোয়ারুল খুন: নেপথ্যে শুধু সোনা চোরাচালান নাকি আরও কিছু

প্রথম আলো সোহরাব হাসান প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ১৬:১৫

একজন সংসদ সদস্য মারা গেলে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে তাঁর ওপর শোক প্রস্তাব নেওয়া আমাদের সংসদীয় রীতি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম গত ১৩ মে কলকাতায় খুন হলেও তাঁকে নিয়ে কোনো শোক প্রস্তাব নেওয়া হয়নি। কারণ, তিনি যে কলকাতায় খুন হয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কোনো প্রমাণ এখনো খুঁজে বের করতে পারেনি।


খুনিরা আনোয়ারুল আজীমকে খুন করে তাঁর লাশ টুকরা টুকরা করেছে, হাড় ও মাংস আলাদা করেছে, পরে বিভিন্ন স্থানে সেই টুকরা ফেলে দিয়েছে, যাতে তাঁর দেহাবশেষ কেউ খুঁজে না পান। যেই ভবনে আনোয়ারুল খুন হয়েছেন, সেই ভবনের সেপটিক ট্যাংক থেকে কিছু মাংসের টুকরা উদ্ধার করা হয়। সেখানকার সিআইডি ওই টুকরাগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও