কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এ গল্প থেকে মানুষ কিছুটা হলেও শিখতে পারবেন: মেহজাবীন

প্রথম আলো প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ১৬:০২

বেশ কয়েক বছর ধরে নাটকে কম কাজ করেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সবশেষ গত বছর ১৬ ডিসেম্বর তাঁর ‘অনন্যা’ নাটকটি প্রচারিত হয়। এরপর আর কাজ করেননি তিনি। আগামী পবিত্র ঈদুল আজহার জন্য একটি নাটকে কাজ করলেন। নাটকের নাম ‘তিথি ডোর’। ১০ জুন ঢাকা শহর ও শহরতলি এলাকাতে এর শুটিং শেষ হয়েছে। নাটকটিতে মেহজাবীনের চরিত্রের নাম নিশাত।



কাজটির ব্যাপারে মেহজাবীন বলেন, ‘অনেক দিন ধরেই কাজটি নিয়ে প্রস্তুতি চলছিল। গত ঈদে করার কথা ছিল, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি তখন। এবার ঈদের জন্য জরুরি মনে করেছি। এটি নাটকের গল্পের কারণে। আমাদের চারপাশে অনেকেই নানা সমস্যায় ভুগছেন। তা থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন কেউ কেউ । রোগ হিসেবে এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। এ ধরনের গল্প থেকে কেউ না কেউ কিছুটা হলেও জানতে পারবেন, শিখতে পারবেন। একটা সচেতনতাও তৈরি হতে পারে। বর্তমান সময়ের জন্য গল্পটি প্রাসঙ্গিক। এ কারণেই করা। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও