You have reached your daily news limit

Please log in to continue


এনএসএফ স্বীকৃত একমাত্র পিভিসি পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএফএল

আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস বাংলাদেশের প্রথম ও একমাত্র এনএসএফ সার্টিফাইড পিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস উৎপাদনকারী প্রতিষ্ঠান। ইউএসএ সংস্থা ন্যাশনাল স্যানিটেশন ফাউন্ডেশন (এনএসএফ) প্রত্যয়িত করেছে, নিরাপদ পানি সরবরাহে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস এনএসএফ/এএনএসআই স্ট্যান্ডার্ড ৬১ পূরণ করে।

নিরাপদ খাবার পানির মান নিশ্চিত করণে কাজ করে যাচ্ছে এনএসএফ/এএনএসআই স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনের মানে পণ্যটি সাধারণ জনগণের পানযোগ্য পানির জন্য নিরাপদ। এটি পাইপ অ্যান্ড ফিটিংসের মতো আইটেমগুলোর গুণগতমান এবং নিরাপত্তা নিশ্চিত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন