নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন সুনেত্রা: বললেন চিত্রনায়িকা অঞ্জনা

প্রথম আলো প্রকাশিত: ১৪ জুন ২০২৪, ১৯:২৭

আশির দশকের মাঝামাঝি সময়ে এফডিসিতে শুটিংয়ের ফাঁকে অঞ্জনা ও সুনেত্রার পরিচয়। চলচ্চিত্র পরিচালক দারাশিকো ছিলেন পরিচয়ের মাধ্যম। প্রথম দিনের সেই পরিচয়ে সুনেত্রা প্রসঙ্গে দারাশিকো বলেছিলেন, ‘অঞ্জনা, একজন নায়িকা এসেছে, দেখো তো কেমন লাগে? তোমার মতোই বড় বড় চোখ।’


প্রথম দেখায় সুনেত্রাকে আমি পছন্দ করা শুরু করলাম। বয়সে বড় অঞ্জনার সঙ্গে সুনেত্রার বন্ধুত্ব হতেও সময় লাগেনি বেশি দিন। মনের কথাও শেয়ার করতেন। আসা-যাওয়া ছিল বাসাবাড়িতেও। হতো আড্ডা। চলচ্চিত্র সূত্রে গড়ে ওঠা বন্ধুত্ব টানা এক দশকের বেশি সময় অব্যাহত ছিল। এরপর আড়ালে চলে যান সুনেত্রা। ১৫ বছর আগে একবার ফোনে কথা হয়েছিল, এরপর আর দুজনের সঙ্গে কোনো কথা হয়নি। মৃত্যুর খবর শুনে সুনেত্রা প্রসঙ্গে প্রথম আলোকে এভাবেই কথাগুলো বলছিলেন চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও