কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লিংকডইনে পছন্দের চাকরি খুঁজে দেবে এআই

প্রথম আলো প্রকাশিত: ১৪ জুন ২০২৪, ১৭:৪১

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিও পাওয়া যায়। ফলে সহজেই পছন্দের চাকরির সন্ধান মিলে থাকে। ব্যবহারকারীদের দ্রুত পছন্দের চাকরি খোঁজার সুযোগ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে লিংকডইন। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলে নিজেদের জীবনবৃত্তান্তের পাশাপাশি চাকরির আবেদনপত্রও লিখতে পারবেন।

এক ব্লগ বার্তায় লিংকডইনের পণ্য বিভাগের প্রধান টমার কোহেন জানিয়েছেন, নতুন এআই–সুবিধা চালু হলে ব্যবহারকারীরা পছন্দের চাকরির ধরন, বেতনভাতার তথ্য উল্লেখ করলেই সে অনুযায়ী চাকরির তথ্য দেখা যাবে লিংকডইনে। অর্থাৎ কেউ শহর, পছন্দের চাকরিদাতা প্রতিষ্ঠান ও বেতনের তথ্য উল্লেখ করলেই সে অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবে এআই। ফলে লিংকডইন ব্যবহারকারীরা অল্প সময়ে পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও