![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/fraud-awareness-photo-20240614164508.jpg)
উৎসবের সময় নিশ্চিত করি নিরাপদ আর্থিক লেনদেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ জুন ২০২৪, ১৭:০৪
প্রাকৃতিক রূপবৈচিত্র্যে বাংলাদেশ যেমন প্রাচুর্যময়, তেমনি সাংস্কৃতিক বৈচিত্র্য ও নানা উৎসব আয়োজনেও আকর্ষণীয় এ দেশের মানুষের জীবনধারা। বিশেষ করে ঈদ, পূজা, পহেলা বৈশাখের মতো প্রধান উৎসবগুলোর সময় মানুষে মানুষে যোগাযোগ, ভাবের বিনিময় বেড়ে যায় সংগত কারণেই।
ফলে, কেনাকাটা, গিফট দেওয়া, ভ্রমণসহ নানা কাজে বেড়ে যায় মানুষের আর্থিক লেনদেনও। আর সে সময়ই কিছু অসাধুচক্রও তৎপর হয়ে ওঠে মানুষকে ঠকাতে। লেনদেনে জাল টাকার ব্যবহার থেকে শুরু করে অনলাইনে প্রতারণাসহ নানান কৌশলে মানুষকে ঠকানোর চেষ্টা করে তাদের অসতর্কতার সুযোগ নিয়ে। তবে একটু সচেতন হলেই ডিজিটাল লেনদেনে গ্রাহক থাকতে পারেন নিরাপদ, সুরক্ষিত এবং ঝুঁকিমুক্ত।