জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট সারা দেশে
দেশে পরিবার পরিকল্পনা বা জন্মবিরতিকরণ পদ্ধতিতে ব্যবহৃত ওষুধ ও সুরক্ষাসামগ্রীর সংকট চলেছে। ২৮৭টি উপজেলায় খাওয়ার বড়ি বা পিলের মজুত শূন্য হয়ে পড়েছে। আট মাস ধরে মাঠপর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে প্রায় প্রতিটি জায়গায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর মজুত ক্রমেই ফুরিয়ে আসছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ ১১টি দাতা সংস্থার বিনিয়োগে সরকারের গুরুত্বপূর্ণ এই কর্মসূচি হুমকির মুখে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের অর্ধেকের বেশি উপজেলায় পরিবার পরিকল্পনা সামগ্রী অর্থাৎ কনডম, খাওয়ার বড়ি, ইনজেকশনসহ মা ও শিশুস্বাস্থ্যসংক্রান্ত ওষুধসামগ্রীর মজুত শূন্যের কোঠায় নেমেছে। ফলে দেশের বিশাল জনগোষ্ঠীর জরুরি এ সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থা চলতে থাকলে পরিবার পরিকল্পনা সেবার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশুস্বাস্থ্য নিশ্চিত করা, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমিয়ে আনা দুরূহ হয়ে উঠবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সংকট
- জন্মনিয়ন্ত্রণ
- আর্থিক সংকট