ঝিনাইদহে সোনা চোরাচালানকারীদের ‘অবাধ রাজত্ব’
প্রায় ছয় মাস আগে বাহক (ক্যারিয়ার) হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে সোহেল (ছদ্মনাম) তার মোটরসাইকেলে করে যশোর থেকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অন্তত ২৭ বার সোনার চোরাচালান পৌঁছে দিয়েছেন।
গত জানুয়ারিতে স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করলেও কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ছাড়া পান।
সম্প্রতি ওই এলাকায় গেলে সোহেল দ্য ডেইলি স্টারকে বলেন, চোরাচালানকারীদের সঙ্গে চুক্তির অংশ হিসেবে তার বাইকের রেজিস্ট্রেশন নম্বর স্থানীয় পুলিশের কাছে চলে যাওয়ায় এরপর থেকে পুলিশ তাকে আর কোনো বাধা দেয়নি।
ঝিনাইদহের নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সোনা চোরাচালানের কাজ সহজতর করার জন্য 'টোকেন সিস্টেম' নামে পরিচিত এই পদ্ধতি চালু করেছেন বলে জানা গেছে।