জনসমর্থনহীন সরকারের বাজেট করার নৈতিক অধিকার নেই
প্রথম আলো
প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ২০:১৫
জনসমর্থনহীন বর্তমান সরকারের বাজেট করার কোনো নৈতিক অধিকার নেই। তারা লুটপাট, টাকা পাচার করে দেশকে ফতুর করে ফেলেছে। এদের কবল থেকে দেশ ও মানুষকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণ-আন্দোলন করতে হবে।
বাজেট নিয়ে নাগরিক ঐক্য আয়োজিত সেমিনারে বক্তারা এ কথাগুলো বলেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বাজেট ২০২৪-২৫: নৈতিকতাহীন অর্থনীতির সালতামামি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
সরকারবিরোধী আন্দোলনে নাগরিক ঐক্যের সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা সেমিনারে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
- ট্যাগ:
- রাজনীতি
- বাজেট
- অধিকার
- জনসমর্থনহীন সরকার