রাহুল গান্ধী কী করবেন, চিন্তায় পুরো পরিবারই
রায়বেরিলি ও ওয়েনাডের মধ্যে কোনটা রেখে কোনটা ছাড়বেন শুধু এই দোলাচলই নয়, রাহুল গান্ধীকে আরও একটি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। লোকসভার বিরোধী নেতার পদ তিনি নেবেন কি না। ২৪ জুন থেকে শুরু হবে সংসদের অধিবেশন। তার আগেই তাঁকে ঠিক করতে হবে দলের সর্বসম্মত সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ওই পদ তিনি গ্রহণ করবেন কি না।
রায়বেরিলি না ওয়েনাড, রাহুল কোনটা রাখবেন, কোনটা ছাড়বেন সেই সিদ্ধান্ত অনেক কিছুর ওপর নির্ভর করছে। সেই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে ছেড়ে দেওয়া কেন্দ্রে প্রিয়াঙ্কা দাঁড়াবেন কি না। এ নিয়ে কংগ্রেসে তো বটেই, গান্ধী পরিবারও রয়েছে এক প্রবল দোলাচলের মধ্যে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) এক নেতা বৃহস্পতিবার প্রথম আলোকে এ প্রসঙ্গে বলেন, সিদ্ধান্তটা কঠিন। তবে বেশি দিন ঝুলিয়ে না রেখে দল তা দ্রুত গ্রহণের পক্ষাপাতী এবং সেই সিদ্ধান্ত অবশ্যই হতে হবে পুরোপুরি রাজনৈতিক।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পরিবার
- চিন্তা
- রাহুল গান্ধী