You have reached your daily news limit

Please log in to continue


সিনেমা, সিরিজ ও মঞ্চনাটক নিয়ে প্রস্তুত ওটিটি

চরকিতে ‘বাজি’

বয়স ও পারফরম্যান্সের কারণে দলে জায়গা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ক্রিকেটার আবিরের। পারফরম্যান্স দিয়ে উদীয়মান অপু তার জায়গা করে নিতে প্রস্তুত। এদিকে তিনটি স্পট ফিক্সিংয়ের সঙ্গে নাম জড়িয়েছে আবিরের। এর মাঝে হোটেল রুম থেকে উদ্ধার হয় অপুর মৃতদেহ। তদন্তে নামে পুলিশ। নাম উঠে আসে চার্লি নামের এক জুয়াড়ির। এমন গল্পে আরিফুর রহমান বানিয়েছেন ওয়েব সিরিজ ‘বাজি’। এই সিরিজ দিয়ে প্রায় আড়াই বছর পর অভিনয়ে ফিরছেন তাহসান খান। 

হইচই বাংলাদেশে ‘গোলাম মামুন’

গত বছর মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। চলচ্চিত্রের এক নায়কের হত্যা রহস্য উদ্‌ঘাটনে নামে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন। এবার নির্মিত হয়েছে বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’। অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াতে হচ্ছে মামুনকে। গোলাম মামুন চরিত্রে যথারীতি আছেন জিয়াউল ফারুক অপূর্ব। 

দীপ্ত প্লেতে ‘পয়জন’

ক্যারিয়ারের শুরুতেই বড়সড় ধাক্কা। পরপর তিনটি সিনেমা ফ্লপ। তবে পরের সিনেমা দিয়েই ঘুরে দাঁড়ায় নায়িকা রূপা মির্জা। সিনেমা সুপারহিট, সঙ্গে জাতীয় পুরস্কার। এই সাফল্য উদ্‌যাপন করতে সে একটা সাকসেস পার্টির আয়োজন করে। আলোকোজ্জ্বল ওই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মির্জার অন্ধকার অতীত সামনে চলে আসে। গল্পটি ‘পয়জন’ ওয়েব ফিল্মের। 

বঙ্গতে ‘ফিমেল ৪’

ব্যাটারি গলির গল্প নিয়ে কাজল আরেফিন অমি বানিয়েছেন ‘ফিমেল’ নাটকের তিন পর্ব। প্রতি পর্বেই দেখা গেছে মহল্লার কোনো নারীকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা ঘটনা। এই ব্যাটারি গলির গল্প নিয়ে অমি এবার নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম। নাম ‘ফিমেল ৪’। মুক্তি পাবে ঈদের দিন। 

আইস্ক্রিনে ‘ভাগের মানুষ’

সিনেমা বা সিরিজ নয়, ঈদ আয়োজনে ১৪ জুন থেকে আইস্ক্রিনে দেখা যাবে মঞ্চনাটক ‘ভাগের মানুষ’। এটি সময় নাট্যদলের ২৬তম প্রযোজনা। ভাগের মানুষ নাটকের পটভূমি ১৯৪৭ সালে দেশভাগের কয়েক বছর পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাষ্পের তেজ তখনো নিভে যায়নি। মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময়-বিনিময় খেলা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন