১০০ টাকার মুঠোফোন সেবা ব্যবহারে গ্রাহকদের মোট কর ৩৯ টাকা

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ১৪:১২

মুঠোফোন সেবা ব্যবহারে নতুন করে সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) বৃদ্ধি করায় সাধারণ গ্রাহকের ওপর চাপ আরও বাড়বে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব। তারা বলেছে, রাজস্ব আদায় বৃদ্ধি ও গ্রাহকের চাপের কথা বিবেচনা করে বাড়তি শুল্ক-কর প্রত্যাহার করা প্রয়োজন।


গতকাল বুধবার রাজধানীর বনানীতে বাজেট–উত্তর সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এসব কথা বলেছে। এতে  সংগঠনটির নেতারা বলেন, সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ গ্রাহক ও টেলিযোগাযোগ খাতে নেতিবাচক প্রভাব পড়বে। সেবার মূল্য বৃদ্ধি করায় গ্রাহকেরা মুঠোফোনে অর্থ ব্যয় কমিয়ে দিতে পারেন। এতে টেলিযোগাযোগ খাতের প্রবৃদ্ধি ও সরকারের রাজস্ব আয়—দুটোই কমবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও