রবীন্দ্র সরোবর মঞ্চের ভাড়া দিনে ‘লাখ টাকা’, অসন্তোষ
বছর পাঁচেক আগেও ঢাকার ধানমন্ডি লেকের পাশ দিয়ে গেলেই চোখে পড়ত গিটার হাতে তরুণদের গানের আড্ডা। রবীন্দ্র সরোবর মঞ্চে দেখা যেত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান।
এখন আর তেমন দৃশ্য খুব একটা চোখে পড়ে না। সংস্কৃতির নানা আয়োজনে মুখর থাকা এই প্রাঙ্গণজুড়ে গড়ে উঠেছে খাবারের দোকানপাট। আর তাতে পুরো প্রাঙ্গণই হাটবাজারের রূপ পেয়েছে বলে মনে করছেন অনেকে।
রবীন্দ্র সরোবর মঞ্চের ভাড়া বেশি হওয়ায় এই মঞ্চে অনুষ্ঠান আয়োজনে আগ্রহ হারিয়েছে সাংস্কৃতিক সংগঠনগুলো। ফলে যে উদ্দেশ্যে মঞ্চটি বানানো হয়েছিল, তা ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংস্কৃতিকর্মীরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভাড়া
- অসন্তোষ
- সাংস্কৃতিক অনুষ্ঠান