৫০ হাজার করে অনুদান পাবেন ৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তা: পলক
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুন ২০২৪, ২০:৫৭
সরকার দেশের দুই হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছে। এরপর আরও ৫ হাজার নারীকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। শুধু স্মার্ট নারী উদ্যোক্তরাই এ অনুদান পাবেন।
বুধবার (১২ জুন) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে ‘স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।