জীবন বাঁচাতে রক্ত দিন
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। ২০০৪ সালে দিবসটি প্রথম পালিত হয়েছিল। নিরাপদ রক্ত নিশ্চিত করা ও স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ দিতেই বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দিবসটি। ডব্লিউএইচও এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, 20 years of celebrating giving: thank you blood donors! - ‘দিবস উদযাপনের ২০ বছর : ধন্যবাদ হে রক্তদাতা!’। আন্তর্জাতিকভাবে এ বছর বিশ্ব রক্তদাতা দিবসের বিশ্বব্যাপী অনুষ্ঠানের আয়োজক দেশ আলজেরিয়া।
আমরা জানি রক্তের কোনো বিকল্প নেই। একজন থ্যালাসেমিয়া রোগীর জীবন বাঁচাতে মাসে এক থেকে তিন ব্যাগ রক্তের প্রয়োজন হয়। দেশে এখন থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা ৮০ হাজারের বেশি। রয়েছে কিডনি ডায়ালাইসিস, বিভিন্ন ধরনের অপারেশন, আগুনে পোড়া মানুষ। তাদের জীবন বাঁচাতে রক্তের বিকল্প নেই। স্বেচ্ছা রক্তদাতারা হলেন মানুষের জীবন বাঁচানোর আন্দোলনের দূত।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- জীবন
- রক্ত সম্পর্ক