![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-03%252F54529b2a-6fa4-4279-9faa-4277ffd8fe3a%252FAsaduzzaman_Khan.jpg%3Frect%3D1%252C0%252C1599%252C1066%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
৬২১ বন্দীর মামলা চলছে ৫ বছরের বেশি সময় ধরে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলো
প্রকাশিত: ১২ জুন ২০২৪, ২০:২৭
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, দেশের কারাগারে বিচারবহির্ভূত কোনো বন্দী আটক নেই। তবে ৫ বছরের বেশি সময় ধরে ৬২১ বন্দীর মামলা চলমান।
আজ বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
- ট্যাগ:
- রাজনীতি
- মামলা
- বন্দী
- সংসদে উত্থাপন