চরকির ওয়েব সিরিজ ‘বাজি’র ট্রেলারের শেষ ভাগে মুখোমুখি দেখা গেছে একসময়ের আলোচিত জুটি তাহসান খান ও মিথিলাকে। দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় দেখা দিলেন তাঁরা।
গতকাল মঙ্গলবার রাতে ট্রেলারটি প্রকাশের পর দুজনকে একসঙ্গে দেখে আনন্দিত তাহসান ও মিথিলার অনুরাগীরা।
তাহসান ও মিথিলাকে একসঙ্গে দেখতে মুখিয়ে থাকতেন দর্শকেরা। বহু নাটকে জুটি বাঁধতে দেখা গেছে তাঁদের। পর্দার জুটি থেকে সংসারেও জুটি বেঁধেছিলেন তাঁরা। ২০১৭ সালে বিচ্ছেদের পর এই জুটিকে পর্দায় খুব একটা দেখা যায়নি।