You have reached your daily news limit

Please log in to continue


অপচয়ের অর্থনীতিতে যত খুশি আয়ের রাস্তা

প্রতিবছর আমরা ঘটা করে বাজেট উপস্থাপন ও উদ্‌যাপন দেখি। গণমাধ্যমে এ নিয়ে নানা ধরনের সংবাদও দেখি। যেমন অর্থমন্ত্রী কী পোশাক পরে এলেন, তাঁর হাতের ব্রিফকেসটা কী রঙের, এসব নিয়ে প্রতিবারই সংবাদ হয়। একটা সময় পর্যন্ত আমরা দেখেছি, কোন অর্থমন্ত্রী কতবার বাজেট উপস্থাপন করেছেন, তা নিয়ে প্রতিযোগিতা ছিল।

একসময় সর্বোচ্চ বাজেট উপস্থাপনের রেকর্ড ছিল সাইফুর রহমানের। সেটা ভেঙে দেন আবুল মাল আবদুল মুহিত। কিন্তু বাজেটের ভেতরে কী আছে, এটা নিয়ে খুব কম আলোচনা হয়। আমরা বাজেটের ওপরের বৈশিষ্ট্যগুলো নিয়েই কথাবার্তা, আলাপ-আলোচনা, গুঞ্জন, হইচই হতে দেখি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন