কাগজের ঘর থেকে সেমিপাকা, দুঃখ ঘুচেছে হোসনে আরার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুন ২০২৪, ১৭:০১
এ-কূল ভাঙে ও-কূল গড়ে
এই তো নদীর খেলা।
সকাল বেলা আমির, রে ভাই
ফকির, সন্ধ্যাবেলা॥
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই গীতি উপকূল জীবনে প্রাসঙ্গিক। নদীর ভাঙন আর চর জেগে ওঠা চিরন্তন। এতে সর্বস্বান্ত হয় অনেকে, আবার ঘুরে দাঁড়ানোর অবলম্বনও খুঁজে পায়। নদীর ভয়াল রূপের সঙ্গে যুদ্ধ করেই চলে উপকূলের জীবন। ব্যতিক্রম নয়, দ্বীপজেলা ভোলার উপকূলবাসীর জীবনও।