You have reached your daily news limit

Please log in to continue


সততা নিয়ে কাকে জ্ঞান দিলেন আলিয়া ভাট

নেটিজেনদের ‘সততা’র পাঠ পড়ালেন আলিয়া ভাট। মঙ্গলবার অভিনেত্রীর এমন পোস্ট দেখে বেশ চমকেই গেছে নেটিজেনরা। কার দিকে ইঙ্গিত করলেন আলিয়া? আলিয়া ব্র্যান্ডেন কলিন্সওয়ার্থের ইনস্টাগ্রাম পেজ থেকে ফুটবল কোচ টনি ডাঙ্গির একটি উদ্ধৃতি পুনরায় পোস্ট করেছেন আলিয়া। 

যেখানে লেখা আছে, ‘যখন কেউ তোমাকে দেখছে না, তুমি যা করো, সেটাই তোমার সততা। এটা হলআ সবসময় সঠিক কাজ করা। সেটা যদি তোমার পক্ষে প্রতিকূল হয় তাহলেও। এটা তোমার মধ্যে থাকা একটা কম্পাস। একটা রাডার যা তোমাকে নির্দিষ্ট পথে নিয়ে চলে, তোমার চারপাশের সবকিছু তোমাকে অন্যদিকে নিয়ে চলতে চাইলেও। অনেকে আবার মনে করেন, আপনার খ্যাতিই হলো আপনার সততা। তবে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার খ্যাতি হলো মানুষের মনে আপনার সততাকে নিয়ে থাকা উপলব্ধি। কারণ এটা হলো অন্য লোকেদের ধারণা আপনাকে নিয়ে। সেটা সঠিক হতেও পারে, আবার নাও পারে। অন্যরা তোমার খ্যাতিকে নির্ধারণ করতে পারে, কিন্তু সতটা নির্ধারণ করা তোমার হাতে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন