You have reached your daily news limit

Please log in to continue


১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাসহ রিং লাইট রয়েছে এই ফোনে

দেশের বাজারে নতুন ফোন এনেছে শাওমি। ‘রেডমি ১৩’ মডেলের ফোনটির পেছনে ১০৮ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ক্যামেরার পাশে রিং লাইট থাকায় কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। শুধু তাই নয়, ফোনটির ৩এক্স ইন-সেন্সর জুম সুবিধার ক্যামেরার লেন্স ব্যবহার করে দূরের ছবিও উন্নত রেজল্যুশনে তোলা সম্ভব। আজ এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, মিডিয়াটেক হেলিও জি ৯১ আলট্রা প্রসেসরে চলা ৬.৭৯ ইঞ্চি পর্দার ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। সংস্করণভেদে ৬ ও ৮ গিগাবাইট র‍্যাম রয়েছে ফোনটিতে। ফলে দ্রুত বিভিন্ন কাজ করা যায়। ৫ হাজার ৩০ এমএএইচ ব্যাটারি সুবিধার ফোনটিতে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ৭০ মিনিটের মধ্যেই ব্যাটারি পুরো চার্জ করা সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন