১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাসহ রিং লাইট রয়েছে এই ফোনে

প্রথম আলো প্রকাশিত: ১১ জুন ২০২৪, ২০:২৯

দেশের বাজারে নতুন ফোন এনেছে শাওমি। ‘রেডমি ১৩’ মডেলের ফোনটির পেছনে ১০৮ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ক্যামেরার পাশে রিং লাইট থাকায় কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। শুধু তাই নয়, ফোনটির ৩এক্স ইন-সেন্সর জুম সুবিধার ক্যামেরার লেন্স ব্যবহার করে দূরের ছবিও উন্নত রেজল্যুশনে তোলা সম্ভব। আজ এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।


সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, মিডিয়াটেক হেলিও জি ৯১ আলট্রা প্রসেসরে চলা ৬.৭৯ ইঞ্চি পর্দার ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। সংস্করণভেদে ৬ ও ৮ গিগাবাইট র‍্যাম রয়েছে ফোনটিতে। ফলে দ্রুত বিভিন্ন কাজ করা যায়। ৫ হাজার ৩০ এমএএইচ ব্যাটারি সুবিধার ফোনটিতে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ৭০ মিনিটের মধ্যেই ব্যাটারি পুরো চার্জ করা সম্ভব।




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও