![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-09%252F0198d6ad-4b5d-4548-8375-064fe66b5758%252FManipur.jpg%3Frect%3D0%252C25%252C600%252C400%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
মণিপুরে নতুন করে সহিংসতায় ২০০০ মানুষ গৃহহীন
প্রথম আলো
প্রকাশিত: ১১ জুন ২০২৪, ১৫:৪৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এতে রাজ্যের জিরিবাম জেলা থেকে অন্তত দুই হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের অনেকে পাশের রাজ্য আসামের সাচার এলাকায় আশ্রয় নিয়েছেন। ফলে ওই রাজ্যের নিরাপত্তা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
আসামের বিধানসভার লখিপুর আসনের সদস্য কৌশিক রায় বলেছেন, তাঁর আসনসংলগ্ন মণিপুরের জিরিবাম থেকে অন্তত এক হাজার মানুষ সাচারে আশ্রয় নিয়েছেন। এই সংখ্যা বেড়েই চলেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নতুন
- সহিংসতা
- গৃহহীন