কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে সমালোচনা, যা বললেন জীবন ও শিমুল
কোমল পানীয় কোকাকোলার বিজ্ঞাপনচিত্রে কাজ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পী শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। এই কোমল পানীয় ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের—এমন একটি কথা দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে চর্চা হয়ে আসছে। বিষয়টি নিয়ে বিজ্ঞাপনে প্রতিষ্ঠানটি দর্শকদের বোঝাতে চেয়েছে, এটি ইসরায়েলি প্রতিষ্ঠান নয়। বাংলাদেশে বাজারজাতকৃত এই কোমল পানীয় বাংলাদেশেই তৈরি হয়।
বিজ্ঞাপনচিত্রে বলা হয়েছে, কোকাকোলা ১৯৩ দেশে তৈরি হয় এবং ফিলিস্তিনেও এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে। ইসরায়েলি কোম্পানি নামে যে কথা প্রচলিত রয়েছে, তা একেবারে গুজব। আর এই বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত এই বিজ্ঞাপনচিত্রের নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন এবং আরও দুই অভিনয়শিল্পী শিমুল শর্মা ও আব্দুল্লাহ আল সেন্টু। বিজ্ঞাপনচিত্রের শেষ সংলাপটি ছিল এমন—একটা চুমুক দেন, তারপর সার্চ দেন। এরপরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে বিজ্ঞাপনচিত্রটি। আর তাতেই কোকাকোলা বয়কটের পাশাপাশি বিজ্ঞাপনের অভিনয়শিল্পীদেরও বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা।
- ট্যাগ:
- বিনোদন
- সমালোচনা
- কোকাকোলা
- কোকাকোলা বিজ্ঞাপন