স্মার্টফোনের ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ১১ জুন ২০২৪, ১৩:৩৬

স্মার্টফোনে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, গান শোনাসহ ভিডিও দেখেন অনেকেই। এসব কাজের পাশাপাশি আরও বেশ কিছু কারণে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। ফোন পুরোনো হলে তো কথাই নেই, ব্যাটারির কার্যকারিতা কমে যাওয়ায় চার্জও দ্রুত শেষ হয়। ফলে প্রয়োজনীয় কাজ করার সময় চার্জ ফুরিয়ে যাওয়ার অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন ব্যবহারকারীরা। তবে বেশ কিছু কৌশল মেনে চললে স্মার্টফোনের ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখা যায়। চার্জ ধরে রাখার সেসব কৌশল দেখে নেওয়া যাক।


ওয়াই-ফাই ও মোবাইল ডেটা বন্ধ রাখা


অনেকেই প্রয়োজন না থাকলেও সব সময় স্মার্টফোনে ওয়াই-ফাই ও মোবাইল ডেটা সুবিধা চালু করে রাখেন। ফলে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তাই প্রয়োজন ছাড়া ফোনে ওয়াই-ফাই ও মোবাইল ডেটা বন্ধ রাখতে হবে।


লোকেশন সার্ভিস বন্ধ রাখা


ফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে লোকেশন সার্ভিস চালু রাখতে হয়। তবে ফোনে যে সব সময় সার্ভিসটি চালু রাখতে হবে, বিষয়টি এমনও নয়। লোকেশন সার্ভিস চালু থাকলে তা ব্যাটারির চার্জ বেশি খরচ করে। তাই প্রয়োজন না হলে এটি বন্ধ রাখতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও