মাতৃজঠরের ক্যানসার কাদের হয়
প্রথম আলো
প্রকাশিত: ১১ জুন ২০২৪, ১৩:২৭
নারীদের স্তন বা জরায়ুমুখ ক্যানসার নিয়ে কমবেশি আলোচনা হলেও জরায়ু বা ইউটেরাস বা মাতৃজঠরের ক্যানসার নিয়ে আলোচনা তেমন হয় না। কিন্তু উন্নত দেশে নারী প্রজননতন্ত্রের ক্যানসারগুলোর মধ্যে প্রধান হলো জরায়ু ক্যানসার। দিন দিন নিম্নবিত্তের দেশগুলোতেও এই ক্যানসারের হার বাড়ছে।
৯০ শতাংশের বেশি ক্ষেত্রে মেনোপজের পরে এই ক্যানসার দেখা দিলেও প্রায় ৫ শতাংশ ক্ষেত্রে ৪০ বছরের আগেই নারীরা এই ক্যানসারে আক্রান্ত হতে পারেন। এমনকি এই ক্যানসারে হারাতে পারেন তাঁদের গর্ভধারণের সম্ভাবনা। গুরুত্ব বিবেচনা করে ২০২৩ সাল থেকে জুনকে জরায়ু ক্যানসার সচেতনতার মাস ঘোষণা করা হয়েছে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- জরায়ুমুখ ক্যান্সার