You have reached your daily news limit

Please log in to continue


সৃজিতের শুটিং সেটে রক্তাক্ত বর্ষীয়ান অভিনেত্রী

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির শুটিং করছিলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়।  সোমবার শুটিংয়ের প্রথমদিনই ভয়ংকর দুর্ঘটনার কবলে বর্ষীয়ান অভিনেতা। তার ওপর আমচকাই ভেঙে পড়ে কাঁচ। সারা শরীর রক্তাক্ত, জামা ভিজে রক্ত বইছিল, তড়ঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আরও পড়ুন-দীপিকার গর্ভে ‘ভগবান’! ভিলেন শাশ্বতর হাত থেকে তাকে রক্ষার জিম্মা অমিতাভের, প্রকাশ্যে কল্কি এডির ট্রেলার।

বাংলা থিয়েটার জগতের অতি পরিচিত মুখ ফাল্গুনী চট্টোপাধ্যায়। আজকাল ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করেন। আরও একটি পরিচয় রয়েছে তার, অভিনেতা আবির চট্টোপাধ্য়ায় তার সুযোগ্য ছেলে।  বাবার আহত হওয়ার খবর বন্ধু পরমব্রত মারফত পান আবির। সৃজিতের এই ছবির অংশ পরমব্রত। তিনিও ওই সময় সেটেই ছিলেন। ওই সময় জিমে ছিলেন আবির, তড়িঘড়ি পৌঁছান হাসপাতালে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন