নিজেকে বদলাও, নয়তো জায়গা ছাড়: পাকিস্তান কোচ
যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তান দল ভারতের মুখোমুখি হওয়ার আগে সবার মধ্যেই প্রশ্ন উঠছিল—কীভাবে বাবর আজমরা নিজেদের অনুপ্রাণিত করবে। তখন পাকিস্তানের প্রধান কোচ গ্যারি কারস্টেন বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য পাকিস্তান দল সম্পূর্ণভাবে অনুপ্রাণিত হয়ে রয়েছে। তাদের বাড়তি মোটিভেশনের কোনো দরকার নেই।
কিন্তু ভারতের সঙ্গে পরাজয়ের পর সুর পালটালেন প্রোটিয় এই কোচ। গ্যারি কারস্টেন খুশি হতে পারছেন না সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। ভারতের বিরুদ্ধে হারের পর সতর্কবার্তা দিলেন তিনি বাবর আজমদের। জানিয়ে রাখলেন, খেলতে না পারলে জায়গা ছাড়তে হবে। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
বিশ্বকাপ শুরুর ঠিক এক সপ্তাহ আগে পাকিস্তানের দায়িত্ব নেন ভারতের সাবেক কোচ। ভারতের বিরুদ্ধে হারের পর তিনি বলেন, ‘প্রতি বছর ক্রিকেট খেলা পরিবর্তন হচ্ছে। তাই কেউ যদি সেটার সঙ্গে মানিয়ে নিতে না পারে তা হলে জায়গা ছেড়ে দেওয়া উচিত।’